আলেপ্পোয় হামলা নিয়ে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

আলেপ্পোয় বোমা হামলা বন্ধ না করলে রাশিয়ার সঙ্গে সিরিয়া শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 05:16 PM
Updated : 28 Sept 2016, 05:16 PM

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এ হুঁশিয়ারি দেন। এক ফোন কলে ল্যাভরভকে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আলেপ্পোয় আগুনে বোমা এবং বাঙ্কার বোমা হামলার জন্য রাশিয়াকেই দায়ী করছে।”

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ সিরিয়া আলোচনা বন্ধের প্রস্তুতি নিচ্ছে বলে এরই মধ্যে জানিয়েছে।

এক সপ্তাহ আগে আলেপ্পোয় যুদ্ধবিরতি শেষের পর থেকেই শহরটিতে প্রচণ্ড বোমা হামলা চলছে। বিদ্রোহী-নিয়ন্ত্রিত ওই শহরটিতে আটকা পড়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ। তারা রাশিয়া সমর্থিত সিরিয়া বাহিনীর অবরোধের মধ্যে দিন কাটাচ্ছে।

বিদ্রোহীদের কাছ থেকে শহরটি পুনর্দখলের জন্য সিরিয়া বাহিনী সেখানে জোর অভিযান শুরু করেছে। সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধের ইতিহাসে আলেপ্পো এবারই সবচেয়ে বেশি বোমা হামলার শিকার হচ্ছে।

যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে আলেপ্পোয় সাধারণ মানুষের ওপর এ হামলায় অংশ নেওয়ার অভিযোগ করে আসছে এবং রাশিয়া যুদ্ধপরাধ করছে বলে সংশয় প্রকাশ করেছে।

সিরিয়ার নড়বড়ে শান্তি চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টায় চলমান আলোচনায় দেশ দুটির মধ্যে অচলাবস্থা বিরাজ করছে।