‘আলেপ্পোয় বেকারি, হাসপাতালে পড়ছে বোমা’

আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় একটি বেকারি এবং হাসপাতালে বোমা আঘাত হেনেছে বলে জানিয়েছে অধিবাসীরা।

>>রয়টার্স
Published : 28 Sept 2016, 01:22 PM
Updated : 28 Sept 2016, 01:22 PM

শহরটি পুনর্দখলের লড়াইয়ে সিরীয় বাহিনী রাশিয়া বাহিনীর সহায়তায় অভিযান জোরদার করায় বেসামরিক এ স্থানগুলো হামলার শিকার হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বোমায় ক্ষতিগ্রস্ত হাসপাতালটির রেডিওলজিস্ট মোহাম্মদ আবু রাজাব রয়টার্সকে বলেন, “বুধবার ভোর প্রায় চারটার দিকে যুদ্ধবিমান আমাদের উপর দিয়ে উড়ে যায় এবং সেটি থেকে সরাসরি আমাদের হাসপাতাল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।”

“ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা রোগীদের উপর হাসপাতালের ছাদের ধ্বংসাবশেষ ভেঙে পড়ে।”

এম১০ হাসাপাতালের চিকিৎসা কর্মীরা জানায়, হাসপাতালের অক্সিজেন ও বিদ্যুৎ উৎপাদনযন্ত্রের ওপরও বোমা হামলা হয়েছে।

রোগীদেরকে ওই এলাকার আরেকটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে ভোর ৩টার দিকে ওই এলাকার একটি বেকারিতে কামানের গোলা েএসে পড়ে। হামলার সময় লোকজন রুটি কিনতে বেকারির সামনে লাইন ধরে দাঁড়িয়ে ছিল।

আল-মাদি এলাকায় অবস্থিত ওই বেকারিতে হামলায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে, ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর ‍হিউম্যান রাইটস।’

আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় প্রায় আড়াই লাখ মানুষ অবরুদ্ধ হয়ে আছে। গত সপ্তাহ থেকে সিরীয় ও তাদের মিত্র রুশ বাহিনী ওই এলাকাগুলোতে ব্যাপক বোমা বর্ষণ শুরু করেছে। নতুন করে হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় দুইশ’ মানুষ প্রাণ হারিয়েছে।