বুদাপেস্টের বিস্ফোরণ ঘরে তৈরি বোমার

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিস্ফোরণটি ঘরে তৈরি বোমার ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 07:11 AM
Updated : 26 Sept 2016, 07:11 AM

বিবিসি বলছে, শনিবার রাতের এ ঘটনায় এক সন্দেহভাজনকে ধরতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।

বুদাপেস্টের কেন্দ্রীয় এলাকা অক্টোগন স্কয়ারে চালানো এই বোমা হামলায় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা দুই পুলিশ কর্মকর্তা আহত হন।

সন্দেহভাজন ২০ থেকে ২৫ বছর বয়সী একজন পুরুষ। তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি (১৭০ সেন্টিমিটার) বলে প্রকাশিত বর্ণনায় বলা হয়েছে।

ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের লক্ষ করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন হাঙ্গেরির পুলিশ প্রধান ক্যারোলি পাপ।

আহত দুই পুলিশ কর্মকর্তার মধ্যে ২৩ বছর বয়সী নারী পুলিশ কর্মকর্তার আঘাত গুরুতর ছিল। তবে তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তার সহকর্মী ২৬ বছর বয়সী পুলিশ কর্মকর্তার অবস্থাও স্থিতিশীল রয়েছে।

সন্দেহভাজনের বিষয়ে তথ্য দিয়ে তাকে গ্রেপ্তারে সহযোগিতা করতে ৪০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে হাঙ্গেরি কর্তৃপক্ষ। হামলাকারীর উদ্দেশ্য পরিষ্কার হওয়া যায়নি।  

এই হামলার বিষয়ে কারো কাছে কোনো তথ্য বা ফুটেজ থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।