হিলারিকে নিউ ইয়র্ক টাইমসের সমর্থন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2016, 04:40 PM
Updated : 25 Sept 2016, 04:40 PM

যুক্তরাষ্ট্র ভেতরে ও বাইরে  যেসব চ্যালেঞ্জের মুখে রয়েছে সেগুলো মোকাবেলার ক্ষেত্রে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় হিলারিই বেশি যোগ্য হবেন বলে মত দিয়েছে পত্রিকাটি।

পত্রিকাটিতে আরও বলা হয়েছে, বাস্তত জগতে নানা সমস্যা সমাধানের যে দীর্ঘ প্রতিশ্রুতি হিলারি দিয়েছেন তাতে তিনি প্রেসিডেন্টের কাজের জন্য যোগ্য হয়ে উঠেছেন।

সোমবার ট্রাম্প ও হিলারি দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিন প্রেসিডেন্সিয়াল টিভি বিতর্কের প্রথমটির মুখোমুখি হবেন।  তার আগেই হিলারিকে প্রেসিডেন্ট পদে অনুমোদন দিল নিউ ইয়র্ক টাইমস।

হিলারি এরই মধ্যে বিভিন্ন জনমত জরিপে ট্রাম্পের চেয়ে কিছুটা এগিয়ে আছেন। তার মধ্যে নিউ ইয়র্ক টাইমস তাকে সমর্থন দেওয়ায় বিতর্কে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।