থাইল্যান্ডে বোমা ও বন্দুক হামলা, ৩ পুলিশ নিহত

থাইল্যান্ডের ইয়ালা প্রদেশে বোমা ও বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

>>রয়টার্স
Published : 23 Sept 2016, 01:19 PM
Updated : 23 Sept 2016, 01:19 PM

শুক্রবার এ হামলা হয় বলে জানিয়েছে রয়টার্স। দক্ষিণের প্রদেশ ইয়ালায় ইসলামপন্থি জঙ্গিরা সক্রিয়।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বৌদ্ধ সম্প্রদায়ের জনগণ বেশি হলেও ইয়ালা মুসলিম অধ্যুষিত।

এ ঘটনার মাত্র একমাস আগে থাইল্যান্ডের কয়েকটি পর্যটন শহরে ধারাবাহিক বোমা হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

ওই ঘটনা পর্যটকদের কাছে জনপ্রিয় দেশটিতে জঙ্গি উত্থানের ইঙ্গিত দিচ্ছিল। এর মধ্যেই নতুন করে আবার হামলা হল।

পুলিশের লেফ্টেন্যান্ট কর্নেল চামনান ভুটপাকদী রয়টার্সকে বলেন, “দুইটি পিক-আপে করে পুলিশ সদস্যরা যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় প্রথম পিক-আপটি উড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত হয়।”

“এরপর হামলাকারীরা দ্বিতীয় পিক-আপ লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়, তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।”