আক্রমণ শানিয়েছে সিরিয়া, আলেপ্পোয় মুহুর্মুহু বিমান হামলা

আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনর্দখল করতে সিরিয়া ঘোষণা দিয়ে আক্রমণ শানানোর পরপরই শহরটিতে নতুন করে শুরু হয়েছে মুহুর্মুহু বিমান হামলা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2016, 01:06 PM
Updated : 23 Sept 2016, 01:06 PM

সিরিয়া ও রাশিয়ার বিমানগুলো আলেপ্পোর পূর্বাঞ্চলে বোমাবর্ষণ করে যাচ্ছে বলে জানিয়েছে সিরিয়ায় স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীদের সংগঠন ‘দ্য হোয়াইট হেলমেট।’

আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে এ যাবৎকালের মধ্যে শুক্রবারই সবচেয়ে প্রবল বিমান হামলা শুরু হয়েছে।

সিরীয় সরকারের পক্ষ থেকে জনগণকে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

যদিও রাশিয়ার পক্ষ থেকে নতুন করে বিমান হামলায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সিরীয় সরকারের পক্ষ থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয় এবং ‘বেসামরিক নাগরিকদের সন্ত্রাসীদের অবস্থান থেকে দূরে অবস্থানের’ বিষয়ে সতর্ক করা হয়।

তবে নতুন এ অভিযানে সম্মুখ সেনারা অংশ নেবে কিনা সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানানো হয়নি।

যদিও সিরীয় সেনা কর্মকর্তরা জানান, সেখানে সবার জন্যই বেরিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে। এমনকি বিদ্রোহীরাও চাইলে পালিয়ে যেতে পারবে।

নতুন হামলার বিষয়ে ‘দ্য হোয়াইট হেলমেটে’এর পক্ষ থেকে বলা হয়, শুক্রবার সকাল থেকে আলেপ্পোয় ক্রমাগত বিমান হামলা চলছে।

“আমাদের আশ্রয় শিবিরগুলোতেও হামলা চালানো হয়েছে।”

বোমা হামলায় হতাহতদের সাহায্য করতে স্বেচ্ছাসেবী সংগঠনটি আলেপ্পোয় চারটি আশ্রয় শিবির স্থাপণ করেছে, তার মধ্যে তিনটিই হামলার কারণে অচল হয়ে পড়েছে বলেও জানায় তারা।

সিরিয়ায় পাঁচ বছরের গৃহযুদ্ধে রাশিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে এবং যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে।