ইরাকে মার্কিন বাহিনীর উপর ‘রাসায়নিক রকেট’ হামলা আইএসের

ইরাকে মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে ইসলামিক স্টেট (আইএস) যে রকেট হামলা চালিয়েছিল সেটি মাস্টার্ড গ্যাস বহন করছিল বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2016, 07:45 AM
Updated : 23 Sept 2016, 07:45 AM

মঙ্গলবার ইরাকে জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী আইএসের শক্তঘাঁটি মসুলের কাছে কায়ারা বিমানঘাঁটিতে চালানো ওই রকেট হামলায় কেউ হতাহত হয়নি।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল জোসেফ ডানফোর্ড জানিয়েছেন, রাসায়নিক অস্ত্র ছোড়ার ক্ষেত্রে গোষ্ঠীটির (আইএস) সক্ষমতা প্রাথমিক পর্যায়র।

কিন্তু ওই হামলা ‘উদ্বেগ বাড়িয়েছে’- যোগ করেন তিনি।

দীর্ঘসময় ধরেই ধারণা করা হচ্ছে, ইরাক ও সিরিয়ায় আইএস গোষ্ঠীর যেখানে শক্ত ঘাঁটি রয়েছে সেখানে সন্দেহজনক রাসায়নিক অস্ত্র তৈরি ও ব্যবহার করছে।

জেনারেল ডানফোর্ড সিনেটের অস্ত্র বিষয়ক কমিটিকে বৃহস্পতিবার বলেন, রকেটটি ‘সালফার মাস্টার্ড গ্যাস’ বহন করছিল।

বিষাক্ত সালফাল মাস্টার্ড গ্যাসই ‘মাস্টার্ড গ্যাস হিসেবে পরিচিত। এর বিষক্রিয়ায় চামরা, চোখ, শ্বাসযন্ত্র এবং শরীরের ভেতরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের ক্ষতি হয়।

দুই বছর ধরে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে রেখেছে আইএস জঙ্গিরা। আসন্ন সপ্তাগুলোতে ওই শহরটি পুনরুদ্ধারে ইরাকি বাহিনী অভিযান চালাবে বলে আশা করা হচ্ছে।

ইরাকের সেনা ও স্থানীয় বাহিনীগুলোকে লড়াইয়ের উপযুক্ত করে তোলার লক্ষ্যে মার্কিন বাহিনী সহায়তা দিচ্ছে।