কিমকে সমঝে দিতে দঃ কোরিয়ার আকাশে মার্কিন যুদ্ধবিমান

পরমাণু অস্ত্রের গর্জন শোনানো উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সমঝে দিতে দক্ষিণ কোরিয়ার আকাশে সুপারসনিক যুদ্ধবিমান উড়িয়ে শক্তি প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2016, 04:12 PM
Updated : 13 Sept 2016, 04:12 PM

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় উত্তর কোরিয়ার গা ঘেঁষে উড়েছে ইউএস-বি ওয়ান বোমারু বিমান।

দক্ষিণ কোরিয়ার ওসান বিমানঘাঁটির উপর দিয়ে উড়ে গেছে পরমাণু হামলায় সক্ষম বি-ওয়ান বি ল্যান্সার সুপারসনিক যুদ্ধবিমান।

দক্ষিণ কোরিয়া এবং মার্কিন বিমান বাহিনীর অন্য কয়েকটি  জঙ্গিবিমানও উড়তে দেখা গেছে। বি-ওয়ান বিমানগুলোর সঙ্গে উড়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ওই জঙ্গি বিমানগুলো।

উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৭৭ কিলোমিটার দূর দিয়ে উড়েছে এ বিমানগুলো।

পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি গুয়াম থেকে  উড়ে এসে বি-ওয়ান যুদ্ধবিমানগুলো দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢুকে সে দেশের বিমানবাহিনীকে সঙ্গে নিয়ে আকাশে চক্কর দেয়।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেশ কয়েক মাস ধরেই হুমকি বাড়িয়েছেন। দক্ষিণ কোরিয়ায় হামলা চালানোর হুমকির পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও ছেড়ে কথা বলছেন না তিনি। মার্কিন প্রেসিডেন্ট ওবামার চোখ রাড়ানির তোয়াক্কা না করে তিনি বরং উল্টো তাকে নিয়ে হাসাহাসি করছেন।

কিমের আস্ফালনে আতঙ্কে আছে দক্ষিণ কোরিয়া।  আর তাই যুক্তরাষ্ট্র

মিত্রদেশ  দক্ষিণ কোরিয়াকে আশ্বাস দিতে আর উত্তর কোরিয়াকে সতর্ক করে দিতেই আকাশে উড়াল বিমান বাহিনীর বি-ওয়ান বি ল্যান্সার।