ফ্রান্সে কোকা-কোলার কারখানায় কোকেন

ফ্রান্সে কোমল পানীয় প্রস্তুতকারী কোকা-কোলার একটি কারখানায় ৩৭০ কেজি কোকেন পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2016, 07:17 PM
Updated : 31 August 2016, 07:17 PM

বুধবার তাদের এক প্রতিবেদনে বলা হয়, কোস্টা-রিকা থেকে ঘনীভূত কমলার জুসের একটি চালান খুলে দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সে থাকা কোকা-কোলা কারখানার কর্মীরা এই কোকেন দেখতে পায়।

বুধবার তাদের এক প্রতিবেদনে জানানো হয়, কোস্টা-রিকা থেকে ঘনীভূত কমলার জুসের একটি চালান গত ২৬ অগাস্ট দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সের সিগনেস শহরে থাকা কোকা-কোলা কারখানার যায়।

ওই চালানের একটি কন্টেইনারের ভেতর কতগুলো ব্যাগে এসব কোকেন দেখতে পায় কারখানাটির কর্মীরা।

স্থানীয় সংবাদ মাধ্যম ভার-মার্টিনের বরাত দিয়ে রয়টার্স বলছে, জুসের ওই চালানে প্রায় ৩৭০ কেজি কোকেন পাওয়া যায়, যার বাজারমূল্য ৫০ মিলিয়ন ইউরো।

তবে কোকেনের পরিমাণ ও বাজারমূল্যের বিষয়ে কোকা-কোলা বা স্থানীয় কোনো কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি বলে জানাচ্ছে তারা।

রয়টার্স বলছে, কারখানার কর্মীরাই কোকেন পাওয়ার বিষয়ে পুলিশকে অবহিত করে জানিয়ে কোকেন চালানে তাদের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করেছেন কোকা-কোলার স্থানীয় এক মুখপাত্র।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফার্মাসিস্ট জন পেমবারটন ১৮৮৬ সালে কোকা-কোলার মূল ফর্মূলা তৈরি করেন, যাতে কোকা পাতা থেকে আহরণ করা কোকেন রয়েছে বলে বিশ্বাস করা হয়।