যুক্তরাজ্যের জোড়া যমজ স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে

যুক্তরাজ্যের লন্ডনে জন্ম নেওয়া জোড়া লাগা যমজ শিশু রোজি ও রুবি যাদের বেঁচে থাকার সম্ভাবনা ছিল মাত্র ২০ শতাংশ তারা  এখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 12:39 PM
Updated : 30 August 2016, 02:39 PM

বিবিসি’র খবর বলা হয়, ২০১২ সালের ২৬ জুলাই জন্ম গ্রহণ করা শিশু দুইটির পেটের দিকের অংশ জোড়া লাগানো ছিল। তাদের একটিই অন্ত্রনালী ছিল।

ওই বছরই অস্ত্রপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়। চিকিৎকরা তখন শিশু দুইটির বেঁচে থাকার সম্ভাবনা ২০ শতাংশ বলে জানিয়েছিলেন।

দক্ষিণ-পূর্ব লন্ডনের বাসিন্দা রোজি ও রুবির মা অ্যাঞ্জেলা ফারমোসা মেয়েদের স্কুল শুরু করা নিয়ে ‘দারুণ আনন্দিত’।

তিনি বলেন, “চার বছর আগে আমি এমনটি হওয়ার কথা কল্পনাও করতে পারিনি।”

“যখন আমি গর্ভবতী ছিলাম তখন ভাবতেও পারিনি যে তাদের স্কুলের প্রথম দিন আমি কখনও দেখতে পাব। এটি সত্যিই অসাধারণ এবং সত্যি বলতে, সমস্ত ধন্যবাদ গোস(গ্রেট অরমন্ড স্ট্রীট হসপিটাল) এর পাওনা।”

“যখন আমি ও তাদের বাবা জানতে পারলাম তারা বিরল জন্মগত জটিলতায় ভুগছে তখন আমাদের হৃদয় ভেঙে গিয়েছিল।”

প্রতি দুই লাখ শিশুর মধ্যে একজন এ ধরনের জটিলতায় আক্রান্ত হয়।

লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় রুবি ও রোজির। ওই সময় তাদের মা ৩৪ সপ্তাহের গর্ভবতী ছিলেন।

২০১২ সালে মিসেস ফারমোজা যখন ৩৪ সপ্তাহের গর্ভবতী তখন লন্ডনে সিজারের(caesarean)মাধ্যমে শিশু দুটির জন্ম হয়।

জোড়া জন্ম হওয়ায় তাদেরকে জরুরি চিকিৎসার জন্য নেওয়া হয় লন্ডনস গ্রেট অরমন্ড স্ট্রীট হাসপাতালে।

৩৫ বছর বয়সী ফারমোসা বলেন, আমার মনে হয়েছে তাদের অস্ত্রোপচার শেষ হওয়ার জন্য আমি ‘যুগ যুগ ধরে’ অপেক্ষা করেছি।

“এরপর সময় বয়ে গেছে, আমি বিশ্বাস করতে পারছি না এটি কত দ্রুত কেটে গেছে।”

“তারা স্কু্লে যাওয়া নিয়ে খুবই উৎসাহিত, তাদের বড় বোন স্কুলে যায়। তাই তারা আর অপেক্ষা করতে পারছে না। তারা কিছু সময়ের জন্য তাদের শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেছিল এবং তারা তাদের শিক্ষকদের ভালবাসে। তারা আঁকাআঁকি এবং হুড়োহুড়ি করার অপেক্ষায় আছে, তারা পড়তে ভালবাসে।”

গোস-র স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক পাওলো ডি কপি বলেন, “আমরা খুশি যে, রোজি এবং রুবি এই সেপ্টেম্বরে স্কুলে যাচ্ছে।”