যুক্তরাষ্ট্রে স্বেচ্ছাসেবীদের বাস দুর্ঘটনায় হতাহত ৪৩

যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা অঙ্গরাজ্যের বন্যার্তদের ত্রাণের কাজে যোগ দেওয়া স্বেচ্ছাসেবীদের বহনকারী বাস দুর্ঘটনায় দুইজন মারা গেছেন।

>>রয়টার্স
Published : 29 August 2016, 07:04 AM
Updated : 29 August 2016, 07:04 AM

এ ঘটনায় আহত হয়েছেন ৪১ জন। 

রোববার ভোরে লুইজিয়ানার নিউ অর্লিন্সের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

লাইন্সেসবিহীন এক চালক বাসটি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এক সংবাদ সম্মেলনে লুইজিয়ানা রাজ্য পুলিশের মুখপাত্র মেলিসা ম্যাটি জানিয়েছেন, নিয়ন্ত্রণহারা বাসটি আরেকটি দুর্ঘটনায় আহতদের সহায়তা করার সময় সেন্ট জন ব্যাপিস্ট দমকলের জেলা প্রধান স্পেন্সার চুভিনকে সরাসরি আঘাত করে। এতে তার মৃত্যু হয়। 

এ সময় আরো দুইজন দমকলকর্মী আহত হন। তাদের একজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন মেলিসা। এছাড়া বাসটির আঘাতে একটি টয়োটা ক্যামরিতে থাকা অপর এক যাত্রীর মৃত্যু হয়।

বাসটির চালককে গ্রেপ্তার করা হয়েছে। বাণিজ্যিক বাহন চালানোর অনুমতি ছিল না তার। তার বিরুদ্ধে অবহেলাজনিত হত্যা, দায়িত্বহীন গাড়িচালনা ও বিনা লাইসেন্সে গাড়িচালনার অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

নিউ অর্লিন্সের ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

ট্যুইটারে অ্যাকাডিয়ান অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৩৮ জন আহতকে হাসপাতালে পৌঁছে দিয়েছে তারা।

বাসটিতে ২৪ জন স্বেচ্ছাসেবী ছিলেন। তারা সবাই সামান্য থেকে মাঝারি আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন মেলিসা।