ইতালির ভূমিকম্প: পুনর্গঠন তহবিল দেবে জাদুঘরগুলো

ইতালির সরকারি জাদুঘরগুলো তাদের রোববারের মুনাফা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে দান করার ঘোষণা দিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 04:10 PM
Updated : 28 August 2016, 04:10 PM

বুধবার ইতালির পার্বত্য মধ্যাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৯১ জনের মৃত্যু হয়েছে।

এখনও প্রায় ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভূমিকম্পে বিশেষ করে আমাত্রিসি শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

আমাত্রিসির মেয়র বলেন, তিনি তার শহরের অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চান।

শনিবার ভূমিকম্পে নিহত ৩৫ জনের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা ও প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি।

বিশপ জিওভান্নি ডি’ এরকোলে বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণ তাদের জীবনযাপন পুনরায় শুরু করার এবং নিজেদের শহর পুনর্গঠন করার মত যথেষ্ট সাহসী।

সাংস্কৃতিক মন্ত্রী দারিও ফ্রানচিসকিনি বলেন, ভূমিকম্প দুর্গত এলাকায় সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ২৯৩টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেগুলোর বেশিরভাগই গির্জা, সেগুলো হয় সম্পূর্ণ ধসে পড়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি ইতালির জনগণকে রোববার জাদুঘরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। যাতে ভূমিকম্প দুর্গতদের সহায়তায় অধিক অর্থ জমা পড়ে।