মস্কোয় আগুনে ১৭ কিরগিজ নাগরিকের মৃত‌্যু

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ছাপাখানায় লাগা আগুনে ১৭ জনের মৃত‌্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

>>রয়টার্স
Published : 28 August 2016, 08:49 AM
Updated : 28 August 2016, 10:05 AM

শনিবারের এ ঘটনায় নিহত সবাই কিরগিজস্তানের নাগরিক বলে জানিয়েছেন রাশিয়া প্রবাসী দেশটির একজন প্রতিনিধি।

আব্দিগনি শাকিরভ নামের ওই প্রতিনিধি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “ছাপাখানার পালা বদলের সময় এ ঘটনা ঘটে। আমাদের জন‌্য এটি খুব কঠিন একটি ঘটনা।”

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কিরগিজস্তানের প্রায় পাঁচ হাজার নাগরিক রাশিয়ায় কর্মরত আছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি তদন্ত প্রতিবেদন জমা দিয়ে থাকে এমন একটি  তদন্ত কমিটি জানিয়েছে, আগুনে ১৬ জনের মৃত‌্যুর বিষয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন তার ট‌্যুইটার ফিডে জানিয়েছেন, পরে হাসপাতালে অপর একজন মারা গেছেন। 

রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তা ইলিয়া দেনিসোভ রোশিয়া-২৪ টেলিভিশন স্টেশনকে বলেছেন, একটি ত্রুটিযুক্ত ল‌্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। 

এর আগে ১২ জানুয়ারি মস্কেোর একটি কাপড়ের কারখানায় লাগা আগুনে ১২ জনের মৃত‌্যু হয়েছিল।