আইএসের হত্যাকাণ্ডের ভিডিওতে ‘ব্রিটিশ’ বালক

ইসলামিক স্টেটের (আইএস) প্রকাশ করা একটি ভিডিওতে পাঁচ বালককে সিরিয়ায় আইএস-র হাতে বন্দীদের হত্যা করতে দেখা গেছে। ওই পাঁচ বালকের একজনকে যুক্তরাজ্যের নাগরিক বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2016, 12:40 PM
Updated : 27 August 2016, 12:40 PM

বিবিসি-র প্রতিবেদনে বলা হয়, ওই বালকদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে। তাদের মধ্যে শেতাঙ্গ এক বালককে আবু আবদুল্লাহ আল-ব্রিটানি বলে পরিচয় করিয়ে দেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে থাকা পাঁচ ব্যক্তিকে ওই পাঁচ বালক গুলি করে হত্যা করছে।

নিহত পাঁচ ব্যক্তি আইএস-র হাতে ধরা পড়া কুর্দি যোদ্ধা বলে জানা গেছে।

ওই বালকদের একজন সত্যিই যুক্তরাজ্যের নাগরিক কিনা সেটা যাচাই করা সম্ভব হয়নি। বিবিসির পক্ষ থেকে পররাষ্ট্র অধিদপ্তরে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

ভিডিওতে ওই বালকদের পূর্ণ সামরিক পোশাকে দেখা গেছে। তাদের মাথায় কালো টুপি ছিল। বন্দীদের পরনে ছিল কমলা রঙের জাম্প স্যুট।

বালকদের একজনকে আবু আল-বারা আল-তিউনিসি বলে পরিচয় করিয়ে দেওয়া হয়। সে কুর্দি যোদ্ধাদের সঙ্গে আরবি ভাষায় কথা বলছিল। সে আরো নৃশংস ঘটনা ঘটানোর প্রতিজ্ঞা করে বলে, তাদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শুরু হয়নি।

বাকি তিন বালককে আবু ইশাক আল-মাসরি, আবু ফুয়াদ আল-কুর্দি ও ইউসুফ আল-উজবেকি নামে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এর আগেও আইএস-র বিভিন্ন ভিডিওতে শিশুদের দেখা গেছে।