বার্মিংহামে বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন

মধ্য ইংল্যান্ডের বার্মিংহামের একটি এলাকায় সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

>>রয়টার্স
Published : 27 August 2016, 07:09 AM
Updated : 27 August 2016, 07:09 AM

সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছে এমন সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করার পর শুক্রবার স্কোয়াডটি মোতায়েন করা হয়।

পশ্চিম মিডল্যান্ডস্ পুলিশ বাহিনী জানিয়েছে, স্ট্যাফোর্ডশায়ারের স্টক এলাকা থেকে ৩২ ও ৩৭ বছর বয়সী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর বার্মিংহাম থেকে ১৮, ২৪ ও ২৮ বছর বয়সী আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের গ্রেপ্তারের পর পূর্ব সতর্কতা হিসেবে বার্মিংহামের লি ব্যাঙ্ক এলাকায় মোতায়েনের জন্য সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয় বলে জানিয়েছেন তারা। 

এক বিবৃতিতে পুলিশ বলছে, “তদন্তের অংশ হিসেবে স্টক ও বার্মিহাম এলাকার বেশ কিছু বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তল্লাশি অব্যাহত আছে।

“গোয়েন্দাতথ্যের ভিত্তিতে উল্লিখিতদের গ্রেপ্তার করা হয়েছে এবং এটি একটি চলমান তদন্তের অংশ।”

দমকল বাহিনী জানিয়েছে, অভিযানে তারা পুলিশকে সহযোগিতা দিচ্ছে।

ব্রিটেন এখন দ্বিতীয়-সর্বোচ্চ  ‘সিভিয়ার’ সতর্কাবস্থায় রয়েছে। এর অর্থ একটি আক্রমণ অত্যাসন্ন বলে বিবেচনা করা হচ্ছে।