সোমালিয়ায় রেস্তোরাঁয় হামলা, নিহত ৭

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সমুদ্রতীরবর্তী একটি রেস্তোরাঁয় বোমা ও বন্দুক হামলায় অন্তত সাত ব্যক্তি নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2016, 04:21 AM
Updated : 26 August 2016, 08:05 AM

বিবিসি বলছে, লিডো এলাকার বানাদির বিচ ক্লাবের বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরণের পর অস্ত্রধারীরা ওই ভবনে ঢুকে গুলি চালায়।

নিরাপত্তা বাহিনী বলছে, রাতভর ছয়ঘণ্টা অভিযান চালিয়ে তারা দুই হামলাকারীকে হত্যা করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে।

মোগাদিসু ও সোমালিয়ার অন্যান্য অঞ্চলে ইসলামি জঙ্গিগোষ্ঠী আল-শাবাব নিয়মিত হামলা চালিয়ে থাকে।

চলতি বছরের শুরুর দিকে এই লিডো বিচেরই একটি রেস্তোরাঁয় আল শাবাবের হামলায় ১৭ জন নিহত হন।

আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাবকে ২০১১ সালের অগাস্টে মোগাদিসু থেকে বিতাড়িত করা হলেও দক্ষিণ সোমালিয়ার বড় অংশজুড়ে এখনো তারা রয়ে গেছে।