‘বোকো হারামের বেশ কয়েকজন শীর্ষ জঙ্গি নিহত’

ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বেশ কয়েকজন শীর্ষ জঙ্গিকে হত্যার দাবি করেছে নাইজেরিয়ার বিমান বাহিনী।

>>রয়টার্স
Published : 23 August 2016, 09:12 AM
Updated : 23 August 2016, 09:12 AM

শুক্রবার রাতে বোর্নো রাজ্যের সামবিসা বনের তায়ি গ্রামে জঙ্গিগোষ্ঠীটির আস্তানায় তাদের জঙ্গিবিমানগুলো হামলা চালায় বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী।

এতে ওই শীর্ষ জঙ্গিরা নিহত হওয়া ছাড়াও বোকো হারামের শীর্ষ নেতা আবুবকর সেকাউ গুরুতর আহত হয়েছেন বলে ধারণা প্রকাশ করেছে বাহিনীটি।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সানি কুকাশেকা উসমান এক বিবৃতিতে বলেন, “তাদের নেতা, তথাকথিত ‘আবুবকর সেকাউ’, কাঁধে গুরুতর আঘাত পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।”

এর আগে বেশ কয়েকবার নাইজেরীয় সামরিক বাহিনী সেকাউ নিহত হয়েছেন বলে দাবি করেছিল। কিন্তু প্রতিবারই কেউ একজন পরে অক্ষত অবস্থায় আবির্ভূত হয়ে নিজেকে সেকাউ দাবি করে ভিডিও বিবৃতি প্রচার করেছে। নাইজেরিয়ার সামরিক বাহিনীর এবারের দাবির বিষয়েও জঙ্গিগোষ্ঠীটির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কট্টর ইসলামি শাসন চালু করার লক্ষ্যে গত সাত বছর ধরে লড়াই করছে বোকো হারাম। এ লড়াইয়ে প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বর্তমানে গোষ্ঠীটির লড়াই নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী ক্যামেরুন, চাদ ও নাইজারেও ছড়িয়ে পড়েছে।