ভারতে গণেশ পূজার চাঁদা না দেওয়ায় কান ধরে উঠ-বস

গণেশ পূজার চাঁদা না দেওয়ায় ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে এক বেকারি কর্মীদের কান ধরে উঠ-বস করতে বাধ্য করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2016, 08:37 AM
Updated : 23 August 2016, 03:11 PM

এনডিটিভি বলছে, স্থানীয় গণেশ মন্ডপের সদস্যরা এ কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

১৫ অগাস্ট পুনের ভোসারি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভোসারি থানার এক কর্মকর্তা জানান, অভিযুক্তরা ওই বেকারিতে গিয়ে কর্মীদের কাছে গণেশ পূজার চাঁদা হিসেবে ১৫১ রুপি দাবি করেন। কিন্তু মহারাষ্ট্রের বাইরে থেকে যাওয়া ওই কর্মীরা বেকারি মালিক না থাকায় চাঁদা দেয়নি।

চাঁদা না দেওয়ায় অভিযুক্ত প্রকাশ ল্যান্ডোগে (৩০), গণেশ ল্যান্ডোগে (৩০) এবং মহেশ মারে (৩১) ওই কর্মীদের মারধর করে এবং তাদের উঠ-বস করতে বাধ্য করে, জানান ওই কর্মকর্তা।

এ ঘটনায় বেকারি কর্মী ইরশাদ মোহাম্মদ আয়ুব খান একটি মামলা দায়ের করেছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।