বাংলাদেশের বন্যার ছবি নিয়ে আসামে বিপত্তি

ভারতের আসাম রাজ্যের বন্য পরিস্থিতির এক অন্তর্বর্তী প্রতিবেদনে রাজ্যের কয়েকটি ছবির সঙ্গে দুই বছর পুরনো বাংলাদেশের বন্যার একটি বিখ্যাত ছবি সংযুক্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে জমা দেওয়া হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2016, 06:18 AM
Updated : 31 July 2016, 11:07 AM

শনিবার আসামের বিজেপি দলীয় সরকার এ ভুলটি করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

ওই দিন রাজ্যের বন্যা পরিস্থিতি দেখতে রাজনাথ সিং আসাম গিয়েছিলেন। তখন রাজ্যটির মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনৌয়াল ওই অন্তর্বর্তী প্রতিবেদনটি রাজনাথের কাছে হস্তান্তর করেন। এতে নয়টি ছবি ছিল, যার মধ্যে একটি বাংলাদেশের নোয়াখালি অঞ্চলের বন্যার ছবি।   

বিখ্যাত ওই ছবিতে এক কিশোরকে বন্যার পানি থেকে উদ্ধার করা একটি হরিণ শাবক বহন করে নিয়ে যেতে দেখা যায়। বন্যা কবলিত আসামের বিখ্যাত জাতীয় উদ্যান কাজিরাঙ্গার ছবি মনে করে রাজ্যটির কর্মকর্তারা ছবিটি প্রতিবেদনের ছবিগুলোর সঙ্গে জুড়ে দেন বলে দাবি করেছেন রাজ্য কর্মকর্তারা।

বাংলাদেশের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হাসিবুল ওয়াহাব নোয়াখালি থেকে ছবিটি তুলেছিলেন। ফেব্রুয়ারি, ২০১৪ সালে বার্তা সংস্থা ক্রেটার্স ছবিটি প্রচার করে। ওই সময় ছবিটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়।

ছবিতে বেলাল নামের ওই কিশোর জীবনের ঝুঁকি নিয়ে মাথা সমান পানি ভেঙে হরিণ শাবকটিকে উদ্ধার করে।

বিষয়টি ধরিয়ে দেওয়া হলে আসাম সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভুল স্বীকার করেন, তবে ভুলের দায় ‘কয়েকজন’ জেলা প্রশাসকের ওপর চাপিয়ে দেন; ওই জেলা প্রশাসকরাই ছবিটি রাজ্যের রাজধানীতে পাঠানোর বিষয়টি অনুমোদন করেছেন বলে দাবি করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজ্য কর্মকর্তা বলেন, “এটি বড় ধরনের ভুল। আমরা এটি স্বীকার করছি। আসলে ছবিটির সঙ্গে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পরিস্থিতির মিল থাকায় কয়েকজন ডিসি এটি আমাদের কাছে পাঠিয়েছেন।”

অন্য আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, কাজিরাঙ্গা ও এর আশপাশের বাসিন্দারা চলতি বন্যার সময় প্রাণিদের উদ্ধার করছেন, এ কারণেই ওই কর্মকর্তারা ‘ভুলক্রমে’ এই ছবিটিকেও যুক্ত করেছেন।