জঙ্গি সন্দেহে বেলজিয়ামে দুই ভাই গ্রেপ্তার

বেলজিয়ামে হামলার পরিকল্পনা করছেন সন্দেহে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 11:50 AM
Updated : 30 July 2016, 12:33 PM

ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, দুর্নীতি দমন পুলিশ মুন্স অঞ্চলের সাতটি বাড়ি এবং লিয়ের শহরের একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে নূরেদ্দিন এইচ (৩৩) ও তার ভাই হামজাকে আটক করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, “প্রাথমিক তদন্তের ফলাফলের ভিত্তিতে ধারণা করা হচ্ছে ওই বাড়িগুলোতে বেলজিয়ামে হামলার পরিকল্পনা চলছিল। যদিও সেখানে কোনো অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।”

এছাড়া, আটক ব্যক্তিদের ব্রাসেলসে হামলার সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণও এখনো তারা পায়নি বলে ওই বিবৃতিতে জানানো হয়।

মার্চে ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলার পর বেলজিয়ামে উচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়, যা এখনও বিরাজমান আছে।

ওই হামলায় ৩২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করে।

শনিবার গ্রেপ্তার দুই ভাইকে আদালতে হাজির করা হবে।