আসামে বন্যা থেকে বাঁচতে উঁচু জায়গায় চলে যাচ্ছে হাতিরা

ভারতের বন্যাকবলিত আসাম রাজ্যের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের হাতিরা সাঁতার কেটে বন্যার পানি পার হয়ে উঁচু জায়গায় চলে যাচ্ছে। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2016, 05:28 AM
Updated : 26 July 2016, 05:28 AM

বিবিসির আলোকচিত্রী শুভময় ভট্টাচার্য কাজিরাঙ্গায় বন্যার পানিতে সাঁতাররত একদল হাতির ছবি তুলেছেন। এসব হাতি উঁচু শুকনা জায়গার খোঁজে ভারতের একটি জাতীয় মহাসড়ক পার হয়ে আরেক দিকে চলে যায়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী উদ্যান কাজিরাঙ্গার শত শত প্রাণী বন্যার পানি থেকে বাঁচতে উদ্যান সংলগ্ন কারবি আংলোং পাহাড়ে গিয়ে আশ্রয় নিচ্ছে। এসব প্রাণীর মধ্যে বিপন্নপ্রায় একশিঙ্গি গন্ডার, হাতি, হরিণ ও বাঘ রয়েছে।

হাতির দল পার হওয়ার সময় তাদের নিরাপদে পার হতে দিতে মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

৪৩০ বর্গকিলোমিটার আয়তনের কাজিরাঙ্গা উদ্যানটি ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরেজুড়ে ছড়িয়ে আছে। বর্ষাকাল ভারী বৃষ্টিপাত হলে উদ্যানটি প্রায়ই ডুবে যায়। 

বিশ্বব্যাপী টিকে থাকা তিন হাজার ৩০০ একশিঙ্গি গন্ডারের মধ্যে দুই হাজার ৪০০টি কাজিরাঙ্গায় আছে।