দামেস্কে গাড়িবোমা বিস্ফোরণ

সিরিয়ার রাজধানী দামেস্কতে বিস্ফোরকবোঝাই গাড়ির বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

>>রয়টার্স
Published : 26 July 2016, 03:25 AM
Updated : 26 July 2016, 03:25 AM

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, দামেস্কর উম্মায়াদ স্কয়ারের কাছে প্রধান মিলনায়তন যেখানে বেশ কয়েকটি মহাসড়ক যুক্ত হয়েছে এবং সিরিয়ার প্রধান নিরাপত্তা ব্যবস্থার ঘাঁটির কাছে কাফর সোউসায় এই বিস্ফোরণটি ঘটে।

সিরিয়ার সহিংসতা পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য-ভিত্তিক মানবাধিকার সংস্থা বলছে, ইরানি একটি স্কুলের কাছে এই বিস্ফোরণটি ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।

দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিদ্রোহীরা লড়াই করছে। আর এই জেলায় প্রেসিডেন্ট বাশারের অনুগত সেনাবাহিনীর পাশে থেকে লড়াই করা যোদ্ধাদের অনেকের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। এই যোদ্ধারা মূলত ইরানের সমর্থনপুষ্ট।

একটি বিদ্রোহীগোষ্ঠী দাবি করেছে, ওই অঞ্চলে ইরানের সহায়তাপুষ্ট বিদ্রোহীদের লক্ষ্য করেই তারা হামলাটি চালিয়েছিল।

গাড়িবোমা বিস্ফোরণের ফলে একটি আবাসিক ভবনের জানালার কাচ ও ধাতব টুকরো ভেঙে ছড়িয়ে পড়ার ছবি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

প্রধান মিলনায়তনের কাছে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা দেশটিতে বিরল।

এরআগে রোববার রাজধানীর একটি রেস্টুরেন্টে মর্টার হামলায় অন্ততপক্ষে ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।