ফ্লোরিডায় নাইটক্লাবে গুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নাইটক্লাবে গুলিতে দুইজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2016, 09:11 AM
Updated : 25 July 2016, 11:59 AM

পুলিশ জানায়, রোববার ঠিক মধ্যরাতের পরপর ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের ওই নাইটক্লাবে এ হামলার ঘটনা ঘটে।

ফোর্ট মায়ার্স পুলিশ অধিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “ক্লাব ব্লু’র গাড়ি রাখার জায়গায় রাত সাড়ে ১২টার পরপর গুলির ঘটনা ঘটে। পুলিশ গুলিবিদ্ধ বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।”

স্থানীয় পুলিশের ক্যাপ্টেন জিম মুলিগানের বরাত দিয়ে সিএনএন এর খবরে বলা হয়েছে, গুলির ঘটনার সময় ক্লাব ব্লু’র পার্কিং লটে সব বয়সীদের জন্য পার্টি চলছিল।

সিরীতা গ্যারি নামে এক নারীর কন্যা ওই পার্টিতে উপস্থিত ছিল।

গ্যারি স্থানীয় ‘ফক্স ফোর নিউজ চ্যানেল’কে বলেন, “আমার কন্যা ঠিক আছে শুধু এজন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি, তাকে গুলি লাগতে পারত। এক পর্যায়ে সে দৌড়ে এক গাড়ি থেকে আরেক গাড়ির আড়ালে গিয়ে কোনো মতে নিজের প্রাণ রক্ষা করেছে।”

“বাচ্চাদের এসবের মধ্যদিয়ে যেতে হচ্ছে যা সত্যিই অযৌক্তিক। তারা তাদের জীবন উপভোগ করতে পারছে না। কারণ আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের মন কুটিলতায় ভরা। তারা সবসময় সবকিছু বিনষ্ট করে ফেলতে চায়। আমার মেয়ে ঠিক আছে এজন্য আমি আনন্দিত।”

 এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নিয়েছে। কিন্তু তদন্তের প্রয়োজনে ক্লাবটির সামনের রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মাত্র ছয় সপ্তাহ আগে ফ্লোরিডার অরল্যান্ডোতে এক বন্দুকধারী একটি নাইটক্লাবে হামলা চালিয়ে ৪৯ জনকে হত্যা করে।