পশ্চিমা নাগরিকদের অপহরণের ডাক জাওয়াহিরির

কারাবন্দি জিহাদিদের সঙ্গে বিনিময়ের লক্ষ্যে অনুসারী-যোদ্ধাদের পশ্চিমা নাগরিকদের অপহরণ করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি।

>>রয়টার্স
Published : 25 July 2016, 04:42 AM
Updated : 25 July 2016, 04:42 AM

এক অডিও সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান বলে বিশ্বব্যাপী জঙ্গি-সন্ত্রাসী কার্যক্রম পর্যবেক্ষণকারী গোষ্ঠী সাইট ইন্টেলিজেন্স রোববার জানিয়েছে।

সাইট ইন্টেলিজেন্স বলছে, অনলাইনে পোস্ট করা ধারণকৃত অডিওবার্তায় আল-জাওয়াহিরি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা জঙ্গি-সন্ত্রাসী এই গোষ্ঠীর সদস্যদের প্রতি, “যতদিন না তারা শেষ মুসলিম পুরুষ ও শেষ মুসলিম নারীবন্দিকে ক্রুসেডার, কাফের এবং ইসলামের শত্রুদের বন্দিশালা থেকে মুক্তি না দেয়” ততদিন পশ্চিমাদের অপহরণের আহ্বান জানিয়েছেন।

তবে এই অডিওবার্তার সত্যাসত্য নির্ণয় করতে পারেনি রয়টার্স।

ধারণা করা হয় আল-জাওয়াহিরি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তালেবান গোষ্ঠীর ঘাঁটিতে আশ্রয় নিয়ে আছেন।