বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ তৈরি করেছে চীন

সাত বছর কাজ করার পর বিশ্বের সবচেয়ে বড় উভচর উড়োজাহাজ তৈরি করেছে চীন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2016, 09:48 AM
Updated : 24 July 2016, 09:48 AM

উদ্ধার অভিযান ও দাবানলের সঙ্গে লড়াইয়ে উড়োজাহাজটি ব্যবহারের পরিকল্পনা করেছে চীনা কর্তৃপক্ষ, দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানিয়েছে এনডিটিভি। 

চীনের রাষ্ট্রীয় উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিআইসি) প্রায় বোয়িং ৭৩৭-র সমান মাপের এজি৬০০ নামের বিমানটি তৈরি করেছে।

উড়োজাহাজটি সর্বোচ্চ চার হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত উড়তে এবং মাত্র ২০ সেকেন্ডে ১২ টন পানি সংগ্রহ করতে পারবে। উড্ডয়নের সময় সর্বোচ্চ ৫৩ দশমিক পাঁচ টন পর্যন্ত ভর বহন করতে পারবে উড়োজাহাজটি।