চীনে ভারী বর্ষণে মৃত ৮৭

চীনে ভারী বর্ষণের কারণে অন্তত ৮৭ জনের মৃত্যু এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

>>রয়টার্স
Published : 23 July 2016, 06:33 AM
Updated : 23 July 2016, 09:43 AM

শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই খবর জানিয়েছে। 

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে ৭২ জন নিহত ও ৭৮ জন নিখোঁজ রয়েছেন বলে জন সম্পর্কিত বিভাগের বরাতে জানিয়েছে সিনহুয়া। প্রদেশটির প্রায় ৫০ হাজার ঘরবাড়ি ধসে পড়েছে বলে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের সরকার জানিয়েছে, বজ্র-বিদ্যুৎসহ প্রবল ঝড়বৃষ্টির কারণে ১৮ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ৭২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ পর্যন্ত ১৫ জন নিহত ও আটজন নিখোঁজ রয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম ও স্থানীয় সরকারগুলোর প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৮৬ লাখ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছেন।

চলতি বর্ষা মৌসুমে চীনের বিশাল অংশজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে এ পর্যন্ত দুইশতাধিক লোক মারা গেছেন। ১৫ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে তিন বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

শুক্রবার এক ঘোষণায় বন্যাকবলিত এলাকাগুলোর ক্ষতিগ্রস্থ মানুষদের আর্থিক সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক।