৬ ঘণ্টায়ও ধরা পড়েনি হামলাকারীরা

মিউনিখের অলিম্পিয়া শপিং মলে প্রাণঘাতী হামলার প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে একে সন্ত্রাসী হামলা বলে ধারণা করছে জার্মান পুলিশ।

>>রয়টার্স
Published : 22 July 2016, 08:32 PM
Updated : 22 July 2016, 09:51 PM

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হামলা চালানোর চয় ঘণ্টা পরেও বন্দুকধারীদের ধরতে পারেনি পুলিশ।

হামলায় আটজন নিহত এবং অজ্ঞাত সংখ্যক মানুষ আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নবম একটি মৃতদেহ পাওয়ার কথা জানিয়ে তারা বলছে, এটি কোনো হামলাকারীর কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ধারণা, একাধিক বন্দুকধারী সম্ভবত তিনজন স্থানীয় সময় ৬টার দিকে বিপণিবিতানের ভিতরে ও বাইরে লোকজনকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।

তারা মনে করছেন, বিপণিবিতানের ভিতরে ম্যাকডোনাল্ডসে প্রথম গুলি হয়। তবে কাছাকাছি দুটি রাস্তায়ও গুলি হয় বলে প্রত্যদর্শীরা জানিয়েছেন।

রাত সাড়ে ১০টার দিকেও কর্তৃপক্ষ ওই বিপণিবিতান থেকে লোকজনকে উদ্ধার করছিল। তবে সে সময়ও সেখানে অনেকে লুকিয়ে ছিলেন বলে শোনা গেছে।

মিউনিখের প্রধান রেল স্টেশন থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

হামলায় সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে হামলার পর সোস্যাল মিডিয়ায় উল্লাস প্রকাশ করেছেন আইএস সমর্থকরা।

মাত্র আট দিনের মধ্যে পশ্চিম ইউরোপে সাধারণ মানুষকে লক্ষ্য করে এটি তৃতীয় দফায় হামলা চালানো হল।

এর আগে জার্মানির ভুর্সবুর্গ এবং ফ্রান্সের নিস শহরে হামলার দায় স্বীকার করেছে আইএস।