‘স্টোর রুমে লুকিয়ে আমরা’

জার্মানির মিউনিখে একটি শপিং মলে অস্ত্রধারীদের হামলার পর প্রাণ বাঁচাতে স্টোররুমে আত্মগোপন করেন সেখানকার কর্মীরা।

রয়টার্স
Published : 22 July 2016, 07:15 PM
Updated : 22 July 2016, 09:58 PM

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মিউনিখের অলিম্পিয়া শপিং মলে এ হামলায় আটজন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

হামলায় তিন অস্ত্রধারী অংশ নেয় বলে পুলিশ জানালেও ছয় ঘণ্টায়ও তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। মিউনিখে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ করা হয়েছে গণপরিবহন ও মহাসড়কে যান চলাচল। বাসিন্দাদের ঘরের বাইরে না বেরোনোর আহ্বান জানিয়েছে পুলিশ।

হামলার পর ওই এলাকায় গোলাগুলি চলছে জানিয়ে বিপণিবিতানের এক দোকান কর্মী টেলিফোনে রয়টার্সকে বলেন, সেখানে তিনিসহ তার অনেক সহকর্মী লুকিয়ে আছেন।

“অনেক গুলি হয়েছে। কতোগুলো গুলি হয়েছে তা আমি বলতে পারছি না, তবে এ সংখ্যা বহু,” নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে ওই বিপণিবিতান থেকে বলেন তিনি। 

তিনি বলেন, “বাইরে থেকে সবাই দৌঁড়ে স্টোরের ভিতরে আসে এবং আমি শুধু একজনকে নিচে পড়ে থাকতে দেখেছি, যিনি এত মারাত্মক আহত যে, তিনি বেঁচে নেই বলে আমার বিশ্বাস।

“আমাদের কাছে আর কোনো তথ্য নেই। আমরা স্টোর রুমগুলোর পিছনে আছি। এখনও কোনো পুলিশ আমাদের দিকে আসেনি।”