মিশেলের বক্তৃতা থেকে ‘মেরে দিয়েছেন’ মেলানিয়া

রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনে যে বক্তৃতা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া সবার নজর কেড়ে নিয়েছেন, তার একটি অংশ মিশেল ওবামার এক বক্তৃতা থেকে মেরে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2016, 11:33 AM
Updated : 21 Jan 2017, 01:07 PM

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালে ডেমোক্র্যাট কনভেনশনে বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামার দেওয়া বক্তৃতার সঙ্গে কিছু জায়গায় মিলে যাচ্ছে মেলানিয়ার বক্তৃতা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের জন্য নিউ ইয়র্কের ধন কুবের ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযান শুরুর পর এই প্রথম কোথাও বক্তৃতা দিতে দেখা গেল সাবেক মডেল মেলানিয়াকে। 

সংক্ষিপ্ত বক্তব্যে স্বামীকে তিনি অভিহিত করেন একজন দয়ালু ব্যক্তি হিসেবে, যিনি সুযোগ পেলে দেশের জন্য যুদ্ধ করবেন।  

ট্রাম্পের জনসংযোগ উপদেষ্টা জেসন মিলার এক বিবৃতিতে বলেছেন, ‘চমৎকার’ ওই বক্তৃতা যে দলটি লিখে দিয়েছে, তারা মেলানিয়ার জীবনের অনুপ্রেরণাগুলোর দিকগুলো খেয়াল করেছেন এবং কিছু ক্ষেত্রে তার নিজস্ব চিন্তার সন্নিবেশ ঘটিয়েছেন।   

“অভিবাসী হিসেবে মেলানিয়ার অভিজ্ঞতা এবং আমেরিকার জন্য তার ভালোবাসা পুরা বক্তৃতায় জ্বল জ্বল করেছে।”

আর ট্রাম্প নিজে তার স্ত্রীর বক্তৃতাকে বলেছেন ‘অসাধারণ’।   

মেলানিয়া ট্রাম্প যা বলেন

মিশেল ওবামা যা বলেছিলেন

"My parents impressed on me the values that you work hard for what you want in life; that your word is your bond and you do what you say and keep your promise; that you treat people with respect."

"And Barack and I were raised with so many of the same values: that you work hard for what you want in life; that your word is your bond and you do what you say you're going to do; that you treat people with dignity and respect, even if you don't know them, and even if you don't agree with them."

"[My parents] taught me to show the values and morals in my daily life. That is the lesson that I continue to pass along to our son. And we need to pass those lessons on to the many generations to follow, because we want our children in this nation to know that the only limit to your achievements is the strength of your dreams and your willingness to work for them."

"And Barack Obama and I set out to build lives guided by these values, and pass them on to the next generations. Because we want our children, and all children in this nation, to know that the only limit to the height of your achievement is the reach of your dreams and your willingness to work for them."

বিবিসি লিখেছে, স্লোভানিয়ায় জন্ম নেওয়া সাবেক ফ্যাশন মডেল মেলানিয়া এতোদিন সম্ভাব্য অন্য প্রার্থীদের স্ত্রী বা স্বামীদের তুলনায় ‘লো প্রোফাইল’ বজায় রেখে এসেছেন। এ কারণে সোমবার যখন তিনি পার্টি বনভেনশনে বক্তৃতা দিতে দাঁড়ালেন, তখন ডেলিগেটদের মধ্যে বাধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায়।    

কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে মেলানিয়ার বক্তৃতা নিয়ে শুরু হয়ে যায় আলোচনা, প্রশ্ন ওঠে মিশেলের বক্তৃতার সঙ্গে মিল নিয়ে।