মসুলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএসের দুই কমান্ডার নিহত

ইরাকের মসুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) যুদ্ধবিষয়ক উপমন্ত্রী ও একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 2 July 2016, 04:20 AM
Updated : 2 July 2016, 04:35 AM

২৫ জুন ওই বিমান হামলা চালানো হয় বলে পেন্টাগনের কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন।

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এক বিবৃতিতে বলেন, “গেল মাসে তাদের মৃত্যু এবং আইএসআইএলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে চালানো বিমান হামলার কারণে সন্ত্রাসী এই গোষ্ঠীটি মসুলে নেতৃত্বসংকটে পড়েছে।”

মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গি-সন্ত্রাসী এই গোষ্ঠীটি আইএসআইএস, আইএসআইএল এবং দায়েশ নামেও পরিচিতি।

মসুলের কাছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় আইএসের যুদ্ধবিষয়ক উপমন্ত্রী বাসিম মুহাম্মাদ আহমাদ সুলতান আল-বাজারি নিহত হন।

আইএসের একজন জঙ্গি। ফাইলছবি: রয়টার্স

২০১৪ সালে মসুল দখলের পর থেকে এই সুলতান আল-বাজারি সেখানে সন্ত্রাসীগোষ্ঠীটির মূল দায়িত্বে ছিলেন বলে কুক জানান।

কুক আরও জানান, নিহত আইএসের অপর সদস্য হাতিম তালিব আল-হামদুনি। তিনি মসুলে আইএসের একজন সামরিক কমান্ডার ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ছত্রছায়ায় ইরাকি সেনাবাহিনী জুনে ফাল্লুজা আইএসের দখলমুক্ত করে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দেয়।

আর এরপরই আইএসের দখলে থাকা ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল উদ্ধারের ঘোষণা দেয় ইরাকি বাহিনী।