ইস্তাম্বুলে হামলার ঘটনায় আরও ১১ জন আটক

মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) একটি সেলের সদস্য সন্দেহে ১১ বিদেশিকে আটক করেছে তুরস্কের পুলিশ।

>>রয়টার্স
Published : 1 July 2016, 02:36 PM
Updated : 1 July 2016, 02:36 PM

শুক্রবার হাবের্তুর্কের অনলাইন সংস্করণে এ খবর প্রকাশ করা হয়।

মঙ্গলবার রাতে ইস্তাম্বুলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলায় ৪৪ জন নিহত হয়।

আইএস এ হামলা চালিয়েছে বলে ধারণা তুরস্কের কর্মকর্তাদের।

বিমানবন্দরে ওই হামলার পর দেশটির দুর্নীতি দমন পুলিশ বাসাকসেহির এলাকায় বড় ধরনের অভিযান চালায়। অভিযানে ২৪ জনকে জিজ্ঞাসাবাদের পর ওই ১১ জনকে আটক করা হয়।

তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

তুরস্কের একজন সরকারি কর্মকর্তা বিমানবন্দরে হামলাকারী তিনজন রাশিয়া, উজবেকিস্তান এবং কিরগিজস্তানের নাগরিক বলে জানান।

এর আগে বুধবার তুরস্কের নিরাপত্তা বাহিনী দক্ষিণপূর্ব সীমান্ত থেকে চারজনকে আটক করে।

স্থানীয় সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ওই চারজন সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত একটি এলাকা থেকে দেশে ফেরার চেষ্টা করছিল।