ঈশ্বরের দোহাই ভাই, যাও: করবিনকে ক্যামেরন

গণভোটে যুক্তরাজ্যের ইইউ ছাড়ার পক্ষে রায় আসার পর পদত্যাগের ঘোষণা দেওয়া প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা জেরেমি করবিনকেও সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

>>রয়টার্স
Published : 29 June 2016, 04:03 PM
Updated : 29 June 2016, 04:48 PM

গণভোটের প্রচারে যুক্তরাজ্যের ইইউতে থাকার পক্ষে ছিলেন প্রধান দুই দলের নেতা ক্যামেরন ও করবিন।

বৃহস্পতিবারের ওই ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ক্যামেরন পদত্যাগের ঘোষণা দেন। করবিনের নেতৃত্বের প্রতিও অনাস্থা জানান দলীয় নেতৃত্বের একাংশ।

এ প্রেক্ষাপটে মঙ্গলবার লেবার এমপিদের ভোটে করবিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয় ১৭২-৪০ ভোটে। তবে ওই ভোটের ‘সাংবিধানিক বৈধতা’ নেই জানিয়ে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন করবিন।

বুধবার পার্লামেন্টে বক্তব্যে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা ক্যামেরন বলেন, করবিনের লেবার পার্টির নেতৃত্বে থাকাটা জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট নয়।

“তার থাকাটা আমার দলের স্বার্থ সংশ্লিষ্ট হতে পারে, জাতীয় স্বার্থে নয়।”

“ঈশ্বরের দোহাই ভাই, সরে যাও,” ক্যামেরন একথা বলার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন উভয় দলের এমপিরা।

ক্যামেরনের এই বক্তব্য করবিনের ওপর পদত্যাগের জন্য চাপ বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গণভোটে জয়ের ব্যাপারে করবিন জোরালো কোনো ভূমিকা রাখতে পারেননি- এমন অভিযোগে দলীয় নেতৃত্ব থেকে তার সরে যাওয়ার দাবি উঠেছে। লেবারদের হয়ে প্রধানমন্ত্রিত্ব করা টনি ব্লেয়ারও বর্তমান নেতৃত্বের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।