সম্পর্ক মেরামতে রাজি রাশিয়া-তুরস্ক

জঙ্গিবিমান ভূপাতিত করা নিয়ে অবনতিশীল সম্পর্ক মেরামত করে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইসহ দ্বিপক্ষীয় সহযোগিতা আবারও শুরু করতে রাজি হয়েছে তুরস্ক ও রাশিয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2016, 03:45 PM
Updated : 29 June 2016, 03:45 PM

কূটনৈতিক সঙ্কট শুরুর পর বুধবার প্রথম দুই দেশের নেতারা কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ফোনালাপে সরাসরি আলোচনায় বসতে রাজি হন। এরদোয়ানের কার্যালয় একথা জানিয়েছে।

তুরস্ক বিমান ভূপাতিতের ঘটনায় এ সপ্তাহের শুরুর দিকে রাশিয়ার কাছে ক্ষমা চাওয়ার পর দু’নেতার মধ্যে এ ফোনালাপ হয়।

তুরস্কের রুশ বিমান ভূপাতিতের ওই ঘটনার পাইলট নিহত হয়েছিল। গত বছর নভেম্বরে সিরিয়া-তুরস্ক সীমান্তের কাছে রাশিয়ার জঙ্গিবিমানটি ভূপাতিত করে তুরস্কের সেনারা।

এরদোয়ানের ভাষ্য, রাশিয়ার জঙ্গি বিমানকে বার বার সতর্ক করার পরও বিমানটি আকাশসীমা লঙ্ঘন করেছে। তবে রাশিয়ার কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। দুপক্ষের এ বিপরীত অবস্থানের কারণে কূটনৈতিক সম্পর্কে সঙ্কট দেখা দেয়।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বুধবার বলেছেন, “এখন দু’দেশের মধ্যে ক্ষতিগ্রস্ত স্পর্ক মেরামতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আবার চালু, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালানোসহ দু’দেশের নেতার মধ্যে যোগাযোগ রক্ষা করা এবং সরাসরি আলোচনায় বসার ব্যাপারেও নতুন করে প্রতিশ্রুতিদ্ধ হয়েছে তুরস্ক।