তুরস্কে কুর্দি বিদ্রোহীদের হামলায় ২ সেনা নিহত

তুরস্কের দিয়ারবাকির প্রদেশে কুর্দি বিদ্রোহীদের দুটি হামলায় দুই তুর্কি সেনা নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 29 June 2016, 07:26 AM
Updated : 29 June 2016, 07:26 AM

মঙ্গলবার সন্ধ্যায় হামলা দুটি চালানো হয় বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।

দিয়ারবাকিরের লাইস জেলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যরা একটি হামলা চালায়। এতে চার সেনা আহত হন। পরবর্তী সময়ে আহত সেনাদের মধ্যে একজন হাসপাতালে মারা যান বলে এক বিবৃতিতে বুধবার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, দিয়ারবাকিরের মিসমিল জেলায় পিকেকে বিদ্রোহীদের গুলিতে অপর একজন সেনা নিহত হয়েছেন। নিজের বাড়ির সামনে গাড়ি থেকে নামার পর তাকে গুলি করা হয়।

১৯৮৪ সালে তুরস্ক ও তার পশ্চিমা মিত্ররা পিকেকে-কে সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত গোষ্ঠীটির সঙ্গে সংঘর্ষে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

গেল জুলাইয়ে গোষ্ঠীটির সঙ্গে অস্ত্রবিরতি ভেস্তে যাওয়ার পর থেকে দেশটিতে সংঘর্ষ-সহিংসতা বেড়ে গেছে।