ইইউ এখনও শক্ত অবস্থানে আছে: মের্কেল

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখনও ব্রেক্সিটের ধাক্কা সামলানোর মতো যথেষ্ট শক্ত অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 05:16 PM
Updated : 28 June 2016, 05:16 PM

সেইসঙ্গে ভবিষ্যতে উভয় পক্ষের সম্পর্কের বিষয়ে আলোচনায় ইইউ যুক্তরাজ্যকে ‘শুধুমাত্র ভালটা’ বেছে নেওয়ার সুযোগ দেবে না বলেও সতর্ক করেছেন তিনি।

এনডিটিভি জানায়, মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে বক্তৃতায় মেরকেল বলেছেন, “যুক্তরাজ্য সরে গেলেও সঙ্কট মোকাবেলা করার মতো যথেষ্ট শক্তি ইইউ-র আছে।”

“সেই সঙ্গে ইইউ-র ভবিষ্যতে বিশ্বে সফলভাবে নিজেদের স্বার্থ রক্ষা করার মত যথেষ্ট শক্তিও রাখে।”

ইউরোপীয় পার্লামেন্টে মঙ্গলবারের জরুরি অধিবেশনে যুক্তরাজ্যের প্রতিনিধি নাইজেল ফারাজকে ইইউ নেতাদের তোপের মুখে পড়তে হয়েছে।

ব্রেক্সিটের পর যুক্তরাজ্যকে দ্রুত বিচ্ছেদ আলোচনা শুরু করার চাপ দিচ্ছেন ইইউ নেতারা।

ওই আলোচনায় কোনও ধরনের ছাড় না দেয়ার ইঙ্গিত দিয়েছেন মেরকেল।

তিনি বলেন, “শুধু ভালটা বেছে নেওয়ার নীতিতে উভয় পক্ষের মধ্যে কোনও আলোচনা না হওয়ার বিষয়টি আমি নিশ্চিত করব।”

“একটি দেশ ইইউ’য়ে থাকতে চাওয়া বা না চাওয়ার মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য থাকবে এবং অবশ্যই থাকবে। কেউই সব ধরনের দায়িত্ব থেকে মুক্তি, কিন্তু সব ধরনের সুবিধা ভোগ করে ইইউ ত্যাগের আশা করতে পারে না।”