ফাল্লুজায় সর্বশেষ আইএস ঘাঁটি ইরাকি বাহিনীর দখলে

ইরাকের ফাল্লুজায় ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ ঘাঁটি দখল করেছে সেনাবাহিনী। শহরটি এখন ‘পুরোপুরি মুক্ত’ বলে ঘোষণা করেছেন ইরাকি কমান্ডার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 12:22 PM
Updated : 26 June 2016, 12:24 PM

ফাল্লুজা অভিযানের সন্ত্রাস-বিরোধী বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দুল-ওয়াহাদ আল সাদি বলেছেন, তার সেনারা উত্তর-পশ্চিমাঞ্চলীয় গোলান এ প্রবেশ করেছে। এটি আইএস এর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ এলাকা।

আইএস ২০১৪ সালের জানুয়ারিতে ফাল্লুজার নিয়ন্ত্রণ নিয়েছিল। মে মাসে শহরটির দখল ফিরে পেতে ফাল্লুজায় অভিযান শুরু করে ইরাক সরকার।

এ মাসের শুরুতে সেনারা ফাল্লুজার সিটি কাউন্সিল ভবনে ইরাকের পতাকা ওড়ানোর পর  প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি শহরটি ‘মুক্ত’ বলে ঘোষণা দেন।

ইরাকের পশ্চিমাঞ্চলে ফাল্লুজাই প্রধান শহর যেটি প্রথম দখর করে নিয়েছিল আইএস। ২০১৪ সালে আইএস ইরাকের উত্তর ও দক্ষিণাঞ্চলের এবং সিরিয়ারও অনেক এলাকা দখল করে নিয়ে নিজস্ব ‘ইসলামিক খেলাফত’ প্রতিষ্ঠা করে।

তবে সম্প্রতি কয়েক সপ্তাহে তারা দুই দেশেরই কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।