জার্মানিতে সিনেমা কমপ্লেক্সে হামলাকারী নিহত

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ফিয়েনহাইমের সিনেমা কমপ্লেক্সে হামলাকারী বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 23 June 2016, 06:18 PM
Updated : 23 June 2016, 06:32 PM

এ হামলায় ২০ থেকে ৫০ জন আহত হওয়ার খবর জার্মান গণমাধ্যমে এলেও পরে পুলিশের এক মুখপাত্র বলেছেন, কেউ হতাহত হয়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ফ্রাঙ্কফুর্টের দক্ষিণের ফিয়েনহাইমের কিনোপোলিস সিনেমা কমপ্লেক্সে মুখোশধারী ওই ব্যক্তি একটি বন্দুক নিয়ে ঢোকেন। এরপর একটি থিয়েটারে ঢুকে সেখানকার কর্মীদের একটি কক্ষে ঢুকতে বলেন তিনি।

পরে পুলিশ ওই ভবনে ঢুকে তাকে গুলি করে হত্যা করে।

হামলাকারীকে শনাক্ত বা তার উদ্দেশ্য কী ছিল সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।

তবে রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামলাকারী একাই ছিলেন এবং তাকে ‘মানসিকভাবে বিপর্যস্ত’ মনে হয়েছে।

গুরি ব্লাকাজ নামের ওই সিনেমা কমপ্লেক্সের এক কর্মী রয়টার্সকে বলেন, হামলাকারী বয়সে তরুণ। ঘটনার সময় সেখানে ছয়জন কর্মী এবং ৩০ জন দর্শক ছিলেন।

বন্দুকধারী সিনেমা কর্মীদের কক্ষে ঢুকতে বলার পর গুলির শব্দ শুনতে পান বলে জানান ব্লাকাজ।

গত ১১ জুন মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের একটি নৈশক্লাবে এক বন্দুকধারীর গুলিতে ৪৯ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন।