‘বোকো হারামের হাত থেকে বাঁচতে গিয়ে অনাহারে মৃত্যু’

নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিদের হাত থেকে বাঁচতে পালিয়ে যাওয়া প্রায় ২০০ মানুষ অনাহারে মৃত্যুবরণ করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2016, 03:04 PM
Updated : 23 June 2016, 03:05 PM

মে মাসজুড়ে নাইজেরিয়ার বামা শহরে আশ্রয় নেওয়া একটি শিবিরে এসব মানুষের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক দাতব্য চিকিৎসা সংস্থা মিতসঁ সঁ ফঁতিয়ে-র (এমএসএফ) বরাতে জানিয়েছে বিবিসি।

বোকো হারামের সন্ত্রাসী তৎপরতা থেকে বাঁচতে বামার একটি শিবিরে ২৪ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছিল। শিবিরটি পরিদর্শনে গিয়ে এমএসএফ-র প্রতিনিধিরা ‘বিপর্যয়কর মানবিক অবস্থা’ দেখতে পান।

শিবিরের অনেক বাসিন্দা শারীরিক বা মানসিক আঘাত নিয়ে দিন পার করছে, প্রতি পাঁচজন শিশুর একজন তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে এমএসএফ।

সাত বছর ধরে চলা বোকো হারামের বিদ্রোহী তৎপরতায় ২০ হাজার মানুষ নিহত ও ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সম্প্রতি নাইজেরিয়ার সামরিক বাহিনী বোকো হারামের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। কিন্তু তারপর গোষ্ঠীটির জঙ্গিরা দেশটির উত্তর-পূর্বাঞ্চলের গ্রামগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে, ঘরবাড়ি ধ্বংস করছে এবং ফসলের গোলা পুড়িয়ে দিচ্ছে।

এমএসএফ এক বিবৃতিতে বলেছে, বামার বাস্তুচ্যুত লোকজন জানিয়েছে, প্রতিদিন নতুন নতুন কবর পাওয়া যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে এমএসএফ জানিয়েছে, অনাহারে ও অসুখে ভুগে প্রতিদিন প্রায় ৩০ জন মারা যাচ্ছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে যাওয়া নিরাপদ না হলেও এমএসএফ জানায়, মঙ্গলবার তাদের একটি দল বামায় পৌঁছেছে।

বোর্নো রাজ্যের মাইদুগুরি শহর থেকে একটি সামরিক বহরের সঙ্গে দলটি বামায় গেছে বলে জানিয়েছে তারা।