মাদাগাস্কারে ডাকাতদের হামলায় নিহত ৩১

দক্ষিণ মাদাগাস্কারে ডাকাতদের হামলায় একটি বুশ ট্যাক্সির ৩১ আরোহী নিহত হয়েছেন।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2016, 04:33 AM
Updated : 23 June 2016, 04:33 AM

বুধবার এই ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সিনহুয়া বলছে, ট্যাক্সিটিতে ৩২ জন যাত্রী ছিলেন। এটি মাদাগাস্কারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের টলিয়ারা থেকে বেরোরোহায় যাচ্ছিল।

এক সংবাদ সম্মেলনে মাদাগাস্কারের কমান্ড অব ন্যাশনাল জনডামেরি ড্যানিয়েল রামিয়ান্দ্রিসোয়া বলেন, “ডাকাতদের ২০ জনের একটি দল রাস্তায় প্রতিরোধক ফেলে বুশ ট্যাক্সিটি আটকে দেয়। ট্যাক্সিটির চালক পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু ডাকাতরা পিছনের চাকায় গুলি করে এবং এতে ট্যাক্সিটি উল্টে যায়।”

নিহতদের মধ্যে ১০ শিশুও রয়েছে। হামলা থেকে মাত্র একজন বেঁচে গেলেও তিনি গুরুতর আহত হয়েছেন।

পালিয়ে যাওয়ার আগে ডাকাতরা প্রায় ২ হাজার ডলার সমপরিমাণ অর্থ লুট করে নিয়ে যায় বলে জানান রামিয়ান্দ্রিসোয়া।

এই ট্র্যাজেডির কয়েকঘণ্টা আগে একই অঞ্চলে এই ডাকাতরাই একটি সেনা বহনকারী একটি গাড়িতে হামলা চালায় বলেও জানান তিনি।