‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ’

পূর্ব উপকূল থেকে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে উত্তর কোরিয়া ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

>>রয়টার্স
Published : 31 May 2016, 04:50 PM
Updated : 31 May 2016, 04:50 PM

সিউলের সেনা কর্মকর্তাদের দাবি, খুব সম্ভবত এটি মাঝারি পাল্লার ‘মুসুদান’ ক্ষেপণাস্ত্র। এর আগে এপ্রিলে আরও তিনবার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ হয় উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, “পূর্ব উপকূলে ওনসন শহরের কাছে স্থানীয় সময় মঙ্গলবার ভোর ০৫:২০ (২০:৫০ জিএমটি সোমবার) ওই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের চেষ্টা করে উত্তর কোরিয়া।”

ইয়োনহাপ নিউজ এজেন্সি’র খবরে বলা হয়, খুব সম্ভবত এটি চতুর্থবারের মত মুসুদান ক্ষেপণাস্ত্রের ব্যর্থ পরীক্ষা।

তথ্যানুযায়ী, মুসুদান ক্ষেপণাস্ত্র মাঝারি পাল্লার, যেটি জাপান ও গুয়ামে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম। যদিও উত্তর কোরিয়া এখনও এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাতে পারেনি।