তাইওয়ানে ৬.১ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের রাজধানী তাইপের কাছে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2016, 07:35 AM
Updated : 31 May 2016, 07:35 AM

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস মঙ্গলবার তাইওয়ানের স্থানীয় সময় দুপুর ১২টা ২৩ মিনিটে ভূমিকম্পটি হয় বলে জানিয়েছে।

তাইপে থেকে ১১৩ কিলোমিটার উত্তর-পূর্বে কেলুংয়ে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৪৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে ছয় দশমিক চার মাত্রার এক ভূমিকম্পে  ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়। ১৯৯৯ সালের সেপ্টেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে ২ হাজার ৪শ’ মানুষের মৃত্যু ও ৫০ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল।