ইউরোপজুড়ে বজ্রপাতে নিহত ১, আহত বহু

ইউরোপের বেশ কয়েকটি দেশে বজ্রপাতের ঘটনায় অন্তত একজন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2016, 06:27 AM
Updated : 29 May 2016, 06:27 AM

বিবিসি জানিয়েছে, দক্ষিণ পোল্যান্ডে পাহাড় থেকে নামার সময় এক ব্যক্তি বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। তার পরিচয় শনাক্ত করা যায়নি। 

ফ্রান্সের রাজধানী প্যারিসের মোসো পার্কে শনিবার একটি জন্মদিনের অনুষ্ঠানে বজ্রপাতে আট শিশুসহ ১১জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর বলে জানিয়েছে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

অনুষ্ঠান চলার সময় ঝড়বৃষ্টি শুরু হলে শিশুরা একটি গাছের নিচে আশ্রয় নেয়। দুর্ভাগ্যজনকভাবে ওই গাছেই বজ্রপাত হয়। আহত শিশুদের সবার বয়স আট থেকে ১৪ বছরের মধ্যে। 

জার্মানিতে একটি যুব ফুটবল ম্যাচের শেষ দিকে মাঠে বজ্রপাত হলে এর আঘাতে ৩৫ জন আহত হন। এদের মধ্যে রেফারিসহ তিনজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেষ বাঁশি বাজার কিছুক্ষণের মধ্যেই বজ্রপাত আঘাত হানে। তবে এ সময় আকাশ পরিষ্কার ছিল এবং মেঘের কোন চিহ্ন ছিল না বলে দাবী করেছেন তারা।