৮০০ মিটার মই বেয়ে স্কুলে!

সবচেয়ে কাছের বিদ্যালয়টিতে যেতে চীনের একটি গ্রামের বাচ্চাদের বাঁশ ও দড়ি দিয়ে বানানো মই বেয়ে প্রায় ৮০০ মিটার উঁচুতে উঠতে হয়।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 04:11 PM
Updated : 28 May 2016, 04:11 PM

শনিবার বিবিসি অনলাইনে দেওয়া এক ভিডিওতে শিশুদের ব্যাগ কাঁধে ওই মই বেয়ে উঠতে দেখা যায়।

চীনের সিচুয়ান প্রদেশের একটি পাহাড়ী গ্রামের ১৫টি শিশু এভাবে ঝুঁকিপূর্ণ পথ বেয়ে মাসে দুইবার বিদ্যালয়ে যায়।

পথ পাড়ি দেওয়ার সময় ৬ থেকে ১৫ বছরের ওই শিশুদের সাহায্যের জন্য তিনজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি সঙ্গে থাকেন।

খাঁড়া পাহাড়ের গায়ে ঝোলানো ওই মই বেয়ে ৮০০ মিটার পথ উঠতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে।

সম্প্রতি চীনা সরকার ঝুঁকি কমাতে সেখানে স্টিলের সিঁড়ি প্রস্তুত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।