নিউ ইয়র্কের হাডসন নদীতে বিমান বিধ্বস্তে নিহত ১

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সি শহরের মধ্যবর্তী হাডসন নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 10:31 AM
Updated : 28 May 2016, 10:31 AM

শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি, সিএনএন।

বিধ্বস্ত বিমানের কাছে নদী থেকে ৫৬ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধারের কথা জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। উদ্ধার করা লাশটি বিমানের পাইলটের বলে ধারণা করা হচ্ছে।

লাশটি ফ্লোরিডার কি ওয়েস্টের বাসিন্দা উইলিয়াম গর্ডন বলে শনাক্ত করেছে পুলিশ। 

বিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি, তবে ইঞ্জিন বিকল হওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নিউ ইয়র্ক শহরের পূর্ব দিকের ফার্মিংডেল বিমানক্ষেত্র থেকে উড্ডয়ন করা তিনটি পি-৪০ বিমানের মধ্যে বিধ্বস্ত বিমানটি অন্যতম ছিল বলে জানা গেছে।

আমেরিকান এয়ারপাওয়ার জাদুঘরের ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে নির্মাণাধীন একটি প্রচারমূলক ভিডিওতে অংশগ্রহণ করছিল বিমান তিনটি। দুর্ঘটনার পর অপর দুটি পি-৪০ বিমান নিরাপদে বিমানক্ষেত্রটিতে ফিরে এসেছে।

কলেজ ছাত্র সিকি লি বিমানটিকে নদীতে বিধ্বস্ত হতে দেখেছেন।

তিনি জানান, একটি ইউটার্ন নেওয়ার পর বিমানটি থেকে ধোঁয়া বের হতে শুরু করে, এরপরই এটি মুখ নিচে রেখে পানির দিকে নামতে থাকে।

“আমি ভেবেছিলাম তারা কোনো কসরৎ দেখাচ্ছে,” বলেন লি।

২০০৯ সালে ১৫৫ জন আরোহীসহ একটি যাত্রীবাহী বিমানের পাইলট বিমানটিকে হাডসন নদীতে জরুরি অবতরণ করান। পরে আরোহীদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়। এই ঘটনা ‘মিরাকল অব হাডসন’ নামে খ্যাতি পায়।