ট্রাম্পের বক্তব্যে বিশ্ব নেতারা ‘উদ্বিগ্ন’: ওবামা

ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে আন্তর্জাতিক নেতাদের ‘উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে’ বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

>>রয়টার্স
Published : 26 May 2016, 05:38 PM
Updated : 26 May 2016, 05:38 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রায় নিশ্চিত করে ফেলা ট্রাম্প নির্বাচনী প্রচারণার শুরু থেকেই নানা রকম বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন।

জি-৭ সম্মেলনে অংশ নিতে বর্তমানে জাপানে অবস্থান করছেন ওবামা।

সেখানে তিনি বলেন, “ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দাম্ভিক ও অবজ্ঞার মনোভাব দেখিয়েছেন।”

ট্রাম্পের মনোনয়ন আন্তর্জাতিক নেতাদের বিস্মিত করেছে বলেও মন্তব্য করেন ওবামা।

তিনি বলেন, “তার (ট্রাম্পের) কিছু কিছু বিবৃতি কতটা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত সেটা বুঝে উঠতে পারছেন না আন্তর্জাতিক নেতারা। ট্রাম্পের কারণে তারা অস্বস্তির মধ্যে আছেন এবং এর যথেষ্ট কারণও রয়েছে। কারণ, তার অনেক প্রস্তাবই আসলে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে তার অবজ্ঞা বা তার আচরণের দাম্ভিকতা প্রদর্শন করেছে।”

ট্রাম্প শুধুমাত্র খবরের শিরোনাম হতে আগ্রহী মন্তব্য করে ওবামা আরও বলেন, “আমেরিকার জনগণকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে কি করা প্রয়োজন এবং কিভাবে বিশ্বকে এক সুতায় গেঁথে রাখা যায় সেটা নিয়ে ভাবনা-চিন্তা না করে তিনি শুধুমাত্র টুইট পেতে ও খবরের শিরোনাম হতে আগ্রহী।”

রিপাবলিকান দল থেকে মনোনয়ন দৌড়ে ট্রাম্পের অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা এরই মধ্যে সরে দাঁড়িয়েছেন।

আর মাত্র কয়েকটি ভোট পেলে মনোনয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় ১২৩৭ ডেলিগেট ভোটও পেয়ে যাবেন ট্রাম্প।

নভেম্বরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।