প্রবাল প্রাচীর রক্ষায় তিনটি থাই দ্বীপ বন্ধ ঘোষণা

থাইল্যান্ডের দক্ষিণে জনপ্রিয় স্থান ফুকেটের তিনটি দ্বীপ পর্যটকদের জন্য বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 05:03 AM
Updated : 26 May 2016, 05:04 AM

বিপণ্ন প্রবাল প্রাচীর রক্ষার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে থাই সমুদ্র কর্মকর্তারা বুধবার জানিয়েছেন।

ফুকেটের পূর্ব উপকূলে খো খাই নাই, খাই নক এবং খাই নুই নামের তিনটি ক্ষুদ্র দ্বীপে পর্যটকদের জন্য নির্মিত সব ধরনের সুবিধাদি এবং অবকাঠামোসহ বন্ধ করে দেওয়া হয়েছে।

পর্যটকদের কারণে ওই অঞ্চলের ৮০ ভাগ প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে গেছে।

দেশটির সমুদ্র ও উপকূলীয় সম্পদ বিভাগ (ডিএমসিআর) জানিয়েছে, দ্বীপগুলোতে প্রতিদিন অন্ততপক্ষে ৬০টি স্পিডবোট ব্যবহৃত হতো।

পর্যটকের সংখ্যা অব্যাহত হারে বাড়তে থাকায় সেখানে রেস্টুরেন্ট ও দোকানের সংখ্যাও বেড়ে যায়।

সেখানে পর্যটকেরা সচরাচর মাছ খাওয়া এবং সমুদ্রের তলদেশে সাঁতার কাটার জন্য অন্ততপক্ষে তিনঘণ্টা সময় কাটাতেন।