তালেবানের নতুন নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখহুনজাদা

মোল্লা হাইবাতুল্লাহ আখহুনজাদাকে আফগান তালেবান গোষ্ঠীর নয়া প্রধান নির্বাচন করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 05:47 AM
Updated : 26 May 2016, 04:33 AM

পাকিস্তানের সংবাদপত্র দ্য ডন বলছে, জঙ্গি এই গোষ্ঠীটির একজন মুখপাত্র বুধবার এক বিবৃতি পাঠিয়ে তাদের নতুন নেতার নাম জানিয়েছেন।

পাশাপাশি, গোষ্ঠীটির প্রধান মোল্লা আখতার মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন বলেও ওই বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

নয়া প্রধান মোল্লা হাইবাতুল্লাহ আখহুনজাদা তালেবান গোষ্ঠীর সাবেক বিচার বিষয়ক প্রধান এবং তালেবান গোষ্ঠীর দুই উপ-প্রধানের একজন ছিলেন।

বিবৃতিতে বলা হয়, তালেবান নেতাদের বৈঠকে তাকে শীর্ষনেতা নির্বাচন করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে কাবুলে শক্তিশালী বেশ কয়েকটি বোমা হামলার জন্য দায়ী হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি এবং তালেবান গোষ্ঠীর প্রতিষ্ঠাতা প্রয়াত মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে তালেবানের উপ-প্রধান নির্বাচন করা হয়েছে বলে তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ওই বিবৃতিতে জানিয়েছেন। 

শনিবার আফগান সীমান্তের কাছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ বেলুচিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় আফগান তালেবানের শীর্ষ নেতা মোল্লা মনসুর নিহত হন।

রোববার আফগানিস্তান সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ এ খবর নিশ্চিত করেন। আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থাও মনসুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

গেল বছর তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের মৃত্যুর খবর প্রকাশ পাওয়ার পর জঙ্গি সংগঠনটির নতুন শীর্ষ নেতা নির্বাচিত হন মনসুর। ২০১৩ সালে মোল্লা ওমরের মৃত্যু হলেও প্রায় দুই বছর তা গোপন রাখা হয়।