ভিয়েতনামে রাস্তার পাশে রেস্তোরাঁয় ওবামার ভোজ

হঠাৎ করে রাস্তার পাশের একটি কমদামী দোকানে বসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে খাবার খেতে দেখলে কেমন অনুভূতি হবে আপনার?

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2016, 04:26 PM
Updated : 24 May 2016, 04:26 PM

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের বাসিন্দাদের এমন অভিজ্ঞতাই হয়েছে।

ভিয়েতনাম সফররত ওবামাকে মঙ্গলবার বিখ্যাত আমেরিকান টিভি শেফ অ্যান্থনি বোউরদাইনের সঙ্গে রাস্তার পাশের একটি রেস্তোরাঁয় বসে মাত্র ছয় মার্কিন ডলার মূল্যে রাতের খাবার খেতে দেখা গেছে।

‘রাস্তার খাবার’ নিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠানের সঞ্চালক বোউরদাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবিগুলো পোস্ট করেন।

ওই দিন রেস্তোরাঁটিতে খাবার খেতে আসা অন্যান্যরা শুরুতে বুঝতেই পারেননি তাদের পাশের টেবিলে বসে খাবার খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বোউরদাইন ওবামার সঙ্গে ভোজের ছবি পোস্ট করার পরই তা অনলাইনে ছড়িয়ে পড়ে।আর হঠাৎ করেই দোকানটিতে ওবামাকে দেখে অবাক হয়ে যায় দোকানের অন্য ক্রেতারাসহ দোকানটির রাঁধুনিও।

ডিনারে ওবামার মেন্যু ছিল শূকরের ভাজা মাংস ও চালের নুডলস, সঙ্গে কিছু সবুজ সবজি ও হ্যানয় বিয়ার। ভিয়েতনামে এই মেন্যুকে ‘বুন চা’ বলা হয়।

টেবিলে সাজানো খাবার আর তার দুইপাশে বসা ওবামা ও বোউরদাইনের একটি ছবি নিয়ে একজন মন্তব্য করেন, “খাবারগুলো নিখুঁত ভাবে এক লাইনে সাজানো দেখে আমি খুব বিরক্ত। দেখুন, কেমন সমান্তরাল ভাবে বাটি, চপস্টিক ও থালাগুলো সাজানো।”

বিপরিতে অন্য একজন তাদের টেবিলকে ‘চমৎকার’ ও ‘দক্ষভাবে’ সজানো গোছানো বলে মন্তব্য করেছেন।

ওবামার চপস্টিক ব্যবহারের কৌশলের প্রশংসা করেছেন বোউরদাইন।

নীল রংয়ের প্ল্যাস্টিকের একটি সাধারণ টুলে বসে থাকা ওবামার ছবি দেখে  চি মাই নামে একজন মন্তব্য করেন, “আহ, আমাদের দুর্বল প্ল্যাস্টিকের টুল—আপনার জন্য ওটাই ভিয়েতনাম।”

অন্য একজন লেখেন, “কোনও জমকালো অন্দরসজ্জা নয়, বরং খাবার খাওয়া এবং আলোচনা চালিয়ে যাওয়ার জন্য খুব সাধারণ আসবাব।”

রাস্তার পাশে ওবামার খাবার খাওয়ার পুরো সময়টি বোউরদাইনের ক্রুরা ভিডিও করেছেন।

এটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।

অনেকে বলেছেন, এটা বোউরদাইনের ফুড শো’র প্রচারণা ছাড়া আর কিছু না।

সেপ্টেম্বরে টেলিভিশনে ওবামার নৈশভোজের ভিডিওটি প্রচারিত হবে বলে হোয়াইট হাউজের বরাত দিয়ে জানিয়েছেন একজন সাংবাদিক।