সিরিয়ায় গ্রাম দখলে নিল বিদ্রোহী গোষ্ঠী, নিহত ‘৭৩’

সিরিয়ার আলেপ্পোর দক্ষিণে সরকারি বাহিনীর সঙ্গে প্রচণ্ড লড়াইয়ের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি গ্রামের দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। এ লড়াইয়ে ৭৩ জন নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 6 May 2016, 07:16 AM
Updated : 6 May 2016, 07:16 AM

যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার এই তথ্য জানিয়েছে।

আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত নুসরা ফ্রন্টসহ অন্য বিদ্রোহী যোদ্ধারা বৃহস্পতিবার খান টোম্যান গ্রামে অবস্থানরত সরকারি বাহিনী উপর হামলা চালিয়ে গ্রামটি দখল করে নেয়।

গ্রামটি দামেস্ক-আলেপ্পো মহাসড়কের কাছে হাওয়ায় এটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ।