ইত্তিহাদের উড়োজাহাজে প্রবল ঝাঁকুনি, ৩১ যাত্রী আহত

ইন্দোনেশিয়ার যাওয়ার পথে ইত্তিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট ‘অপ্রত্যাশিতভাবে প্রবল ঝাঁকুনির’ মধ্যে পড়লে উড়োজাহাজটির ৩১ জন যাত্রী আহত হন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 07:44 AM
Updated : 5 May 2016, 07:44 AM

বুধবার আবুধাবি থেকে রওয়ানা হয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা যাওয়ার পথে সুমাত্রা দ্বীপের উপর ফ্লাইট ইওয়াই৪৭৪ ঝাঁকুনির কবলে পড়ে বলে এয়ারলাইনারটির বরাতে বিবিসি ও সিএনএন জানিয়েছে।

প্রায় ৪৫ মিনিট ধরে চলা প্রবল ঝাঁকুনির কারণে ক্যাবিন লাগেজের খোপগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থাটি। যাত্রীরা জানিয়েছেন, ঝাঁকুনির সময় অক্সিজেন মাস্কগুলো খুলে যায়।

এ ঘটনা সত্বেও এয়ারবাস কোম্পানির এ৩৩০-২০০ উড়োজাহাজটি জাকার্তার সুকর্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

অবতরণ করার পরপরই বিমানটির নয় যাত্রী ও একজন ক্রুকে হাসপাতালে নেওয়া হয়। আহত অন্য ২১ যাত্রীকে বিমানবন্দরের ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

প্রকাশিত ভিডিও ফুটেজে ঝাঁকুনির সময় যাত্রীদের কাঁদতে দেখা যায়।

এ ঘটনার কারণে ইত্তেহাদের জাকার্তা থেকে আবুধাবির ফিরতি ফ্লাইট বাতিল করা হয়।

ঘটনার কারণ উদঘাটনে বিমানবন্দর ও ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির কর্মকর্তারা উড়োজাহাজটি পরীক্ষা করে দেখছেন বলে জানিয়েছে জাকার্তা বিমানবন্দর কর্তৃপক্ষ।